You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহর ও আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবত অটোরিক্সা ছিনতাইকারী প্রতারক চক্র খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিক্সা ছিনতাই করে আসছিল । ময়মনসিংহ পিবিআই গতকাল বুধবার (১৭ ফেব্ররয়ারী) রাতে গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া মধ্যপাড়া হতে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের প্রধান আঃ করিম @ ফজল বয়াতী (৩০) কে গ্রেফতার করে। পিবিআই সুত্রে জানাযায়,কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড়ে যাত্রীবেশে সহযোগী আসামী ফাহিমসহ চায়ের সাথে ০৫ টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে অটোরিক্সা চালক মুনসুর মিয়াকে পান করিয়ে অচেতন করে চুরখাই বাজার এলাকায় অটোরিক্সা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে অটোরিক্সাটি নিয়ে এসে আসামী মোশারফের কাছে ১৫,০০০ টাকায় বিক্রি করে। এছাড়াও সে গৌরীপুর এবং শম্ভুগঞ্জ এলাকা হতে মোট ০২ টি অটোরিক্সা একই কায়দায় যাত্রী বেশে ০৫ টি ঘুমের ট্যাবলেট চায়ের সাথে মিশিয়ে অটোরিক্সা চালকদের পান করিয়ে অচেতন করে অটোরিক্সা চুরি করে আসামী মোশারফের কাছে বিক্রি করে। পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান,পিবিআই অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সকল সদস্যদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অটোরিক্সা ছিনতাইকারী চক্রের পধান ফজল বয়াতী এর নামে থানায় একাধিক মামলা রহিয়াছে।