বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে হাসান মিয়া (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী ) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণপাড়া এলাকার রাজু মিয়ার পুত্র। সে রাজমিস্ত্রীর সহকারির কাজ করতো।
স্থানীরা জানায়, লক্ষীপুর গ্রামে রাজমিস্ত্রীর সহকারি হাসান মিয়াকে গলা কেটে কে বা কারা গুরুতর জখম করে ফেলে রাখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে বয়রা বাজার এলাকায় নিয়ে আসার পর সে মারা যায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করার কাজ চলছে। নিহতের বাবা- মার সাথে এখন কথা বলার পরিস্থিতি নাই। তাদের সাথে কথা বলতে পারলে একটা ধারনা পাওয়া যাবে।