বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান মাতৃভাষা দিবস পালিত

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান মাতৃভাষা দিবস পালিত

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ ময়মনসিংহে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এউপলক্ষে প্রভাত ফেরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম ও সিনিয়র শিক্ষক আবদুল রাজ্জাক প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন শুদ্ধ বাংলা ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সরকারের কাছে দাবি জানান। সেই সাথে সকলকে সর্বক্ষেত্রে ভালোভাবে বাংলাভাষা প্রয়োগের আহবান জানান। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।