ময়মনসিংহে  সাংবাদিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ময়মনসিংহে সাংবাদিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘বুনিয়াদী ও অনুসন্ধানমুলক সাংবাদিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সকালে ময়মনসিংহ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও প্রশিক্ষক জুলফিকার আলী মানিক, প্রেসক্লাবের প্রশিক্ষণ সমন্বয়কারী মীর গোলাম মোস্তফা, পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক হোসেন ।

ময়মনসিংহ প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের দুইটি ব্যাচে ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।