অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী র‌্যাবের হাতে গ্রেফতার

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ  র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডীবেড় মধ্যমপাড়া থেকে অপহৃত ভিকটিম তানজিনা আক্তারকে উদ্ধারসহ অপহরণকারী ধর্ষক মোঃ আব্দুস সাত্তার(৫০)কে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে।
র‌্যাবের মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ২১জানুয়ারি’২০২১ র‌্যাব-১৪, ময়মনসিংহের ভিকটিমের বাবা মোঃ আল আমীন (৫০), অভিযোগ করেন তার মেয়ে তানজিনা আক্তার (১৫) কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল ছায়া তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হন অপহরণকারী চক্রটি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডীবেড় মধ্যমপাড়াএর মোঃ ময়নুল ইসলাম হিরন মোল্লার বাড়ীতে ভিকটিমকে আটক করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার, মোহাম্মদ বেলায়েত হোসাইনএর নেতৃত্বে গত ২২ফেব্রুয়ারি’২০২১ বিকেল সাড়ে ৪টায় র‌্যাবের আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী মোঃ আব্দুস সাত্তার(৫০), পিতা- মৃত ওয়াজ উদ্দিন, সাং- দেওখোলা, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,সে পূর্ব শত্রুতা ও যৌনলালসা চরিতার্থকরণের উদ্দেশ্যে জোরপূর্বক ভিকটিমকে অপহরণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে একাধিকবার ধর্ষণ করে। উল্লেখ্য যে, অপহরণকারী গত ৫ জুলাই/২০২০খ্রিঃ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করলে ভিকটিমের বাবা বাদী হয়ে (ফুলবাড়ীয়া থানার মামলা নং-২৬ তারিখ ২৬ জুলাই২০২০খ্রিঃ) ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে আসামী জামিনে এসে ভিকটিম এবং তার পরিবারকে মামলা তুলেনা নিলে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনকরে ও ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এই সকল অপহরণকারী ও ধর্ষকদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার