বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০টি স্বর্ণের চেইনসহ ৭ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ ৮জন গ্রেফতার হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানের পাশাপাশি আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব সোমবার সকালে ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ কায়দায় ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে জেলা সদরের রঘুরামপুর থেকে গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন থেকে নগরীর জনবহুল বিভিন্ন স্থানে কৃত্রিমভাবে নিজেরা ভিড় জমিয়ে যাত্রী সেজে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান পালিয়ে যাচ্ছে। এ ধরণের একাধিক অভিযোগের প্রেেিত গোপন সংবাদের ভিত্তিতে তার (ওসি শাহ কামাল আকন্দ) পরিকল্পনা ও নেতৃত্বে সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। নিহারা বেগম (২৫), স্বামী-ঝিলু মিয়া (পিতা মৃত-ইব্রাহিম মিয়া), মাতা-হালিাম বেগম, ২। মোছাঃ শিল্পী বেগম (২৭), স্বামী-কাউসার মিয়া (পিতা-হুরুন আলী), মাতা-মায়া বেগম, উভয় সাং-দরমন্ডল কার্পনহাটি, ৩। মোছাঃ মনোরা বেগম (৪৫), স্বামী-সাহেব আলী (পিতা মৃত-হুরমুজ আলী), মাতা মৃত-আলতা বানু, সাং-দরমন্ডল ফুকগাঁও, ৪। মোছাঃ সুরাইয়া বেগম (৪০), স্বামী-তাইজউদ্দিন ওরফে তাজউদ্দিন (পিতা মৃত-আঃ বারিক), মাতা-মানিক চান, সাং-দরমন্ডল পশ্চিমপাড়া, ৫। রাশেদ মিয়া (২৫), পিতা-জুলফু মিয়া, মাতা-ফুলবানু, সাং-দরমন্ডল উত্তরগাঁও, সর্ব থানা-নাসিরনগর,জেলা-ব্রাহ্মণবাড়ীয়, ৬। মোছাঃ পাপিয়া আক্তার (২৭), স্বামী-মোঃ মানিক মিয়া, পিতা-মৃত নুর ইসলাম, মাতা-মৃত হামিদা বেগম, ৭। মোছাঃ শিল্পী আক্তার (৩০), স্বামী-মৃত শফিক উদ্দিন, পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মৃত ছাহেরা বেগম, উভয় সাং-চরশ্রীরামপুর মাইঝহাটি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ এবং তাহাদের হেফাজত হইতে উদ্ধারকৃত ১০ টি স্বর্ণের চেইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি কাটারসহ গ্রেফতার করা হয়।
সে গৌরীপুরের কাশিয়ারচরের শামছুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।