মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ডিবি’র বিশেষ অভিযান চালিয়ে ০৭ অস্ত্রধারী ডাকাত ও ০১ মাদক ব্যবসায়ীসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে, ০১ টি পাইপগান, ০২টি গুলি, ০১টি চাপাতি, ০৫ টি চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন বারেরা নিজাম নগর থেকে অস্ত্র গুলিসহ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রধারী ডাকাতদল ফরহাদ (২৪), পিতা-মোসলেম উদ্দিন, সাং-বাঘমারা (বাঘমারা প্রাইমারী স্কুলের পাশে জনৈক সুরুজ উকিলের বাসার ভাড়াটিয়া),রফিকুল ইসলাম জয় (২৫), পিতা মৃত-আঃ বারেক, সাং-কালিবাড়ী রোড (কালী মন্দিরের পাশে বটগাছের নিচে), মোঃ সানি (২৩), পিতা-আঃ রহিম, সাং-কৃষ্টপুর (কৃষ্টপুর মদিনা মসজিদ দৌলত মুন্সি রোড বাইলেন), সরোয়ার হোসেন শিপু (৩২), পিতা-মৃতঃআনোয়ার কামাল, সাং-আদমজী পাটগুদাম (কৃষ্টপুর বাগানবাড়ী), মোঃ মাসুম মিয়া (৩০), পিতা-মৃতঃ ইসরাইল মিয়া ওরফে বেঙ্গা মিয়া, সাং-৬২ নং জে.সি গুহরোড, (পাটগুদাম রোড), মোঃ নবী হোসেন (৩৫), পিতা-মোঃ নূর ইসলাম, মা-মোছাঃ টুনটুনি বেগম, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী, সর্ব থানা-কোতোয়ালী মডেল, শাহরিয়ার হোসেন রিফাত (২০), পিতা-মুনসুর আলী, -পারখাইল রাঘামারা বালিপাড়া, থানা-ত্রিশাল, এ/পি সাং-চরপাড়া জামিয়া ইসলামীয়া মাদ্রাসা কোয়ার্টার, থানা- কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজাত ০১ টি পাইপগান, ০২টি গুলি, ০১টি চাপাতি, ০৫ চাকু উদ্ধার করা হয় এবং এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন সারদা ঘোষ রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাঈম আহম্মেদ সিয়াম (২২), পিতা মৃত-আসলাম আহম্মেদ, , সাং-নওমহল নন্দীবাড়ী,কোতোয়ালী ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।