You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে সেনাবাহিনী বিভিন্ন দফতরে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে প্রতারণা করে টাকা আদায় করতেন কামাল হোসেন (৪০) নামে এক প্রতারক। জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন যাবৎ সে এই ভাবে প্রতারণা করে আসছিল। তার এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে বেশ কয়েকটি পরিবার।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারক কামাল হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল হোসেন জেলার ফুলপুর উপজেলার বড় পয়ারী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।এ বিষয়ে র্যাব-১৪ কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি বলেন, সদর উপজেলার পরানগঞ্জের বাসিন্দা আব্দুর রাজ্জাকের কাছ থেকে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরী দেয়ার কথা বলে ৬ লক্ষ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন কামাল।
এই বিষয়ে র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ পাওয়া যায়। তারপর র্যাব গোপনে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে শনিবার (১৩ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র, একটি মোবাইল ফোন, নগদ টাকা ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ৩টি খাম উদ্ধার করা হয়। প্রতারক কামাল বেশ কয়েকটি পরিবারের কাছ এই ভাবে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর ভুক্তভোগীদের একজন আব্দুর রাজ্জাক ফকির বাদী হয়ে কামালকে আসামী করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করেন।