স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ‘২১ উপলক্ষে ময়মননসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, কেক কাটা, দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু। আজ বুধবার সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র- মাহবুবুল আলম দুলাল ও শামীমা আক্তার, সচিব রাজীব কুমার সরকার প্রমুখ।