ব্যাপক আয়োজনে ময়মনসিংহে পুনাকের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ ব্যাপক আয়োজনের  মধ্য দিয়ে ময়মনসিংহে পুনাক জাতির পিতা বঙ্গরন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। আজ সকাল সাড়ে ১১ টায়  চেতনা  অম্লানে ফুলের তোড়া  দিয়ে শ্রদ্ধানিবেদন করে অনুষ্ঠানের সুচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনাসহ জেলা পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিনীগন যথাক্রমে ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন সুলতানা, অতিঃ পুলিশ সুপার ফাল্গুনী নন্দি পুলিশ পরিদর্শক বিপ্লক কুমারের সহধর্মিনী অলি বনিক প্রমূখ।


ময়মনসিংহ পুলিশ লাইন্সের চেতনা অম্লানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে অনুষ্ঠানের সুচনা করা হয়। এর পরেই পুনাকের বৃক্ষরোপন কর্মসূচী পালন করে পিতা বঙ্গরন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এর মাঝখানেই চলতে থাকে প্রায় শ‘খানিক শিশু কিশোরের অংশ গ্রহনে কোরআন খতম। শিশু কিশোররা একাধিকরার কোরআন খতম দেন।
এরপরই শুরু হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের উপদেষ্ঠা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীরনালোকে ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী।
আলোচনা সভা শেষে কোরআনের হাফেজ এতিম শিশু কিশোদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অত্যান্ত আন্তরিকতার মাঝে শিশুদের খাবার পরিবেশন করেন পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিনী ফাতেহা পারভীন লুনাসহ জেলা পুলিশ সুপারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী মিসেস কানিজ আহমার, অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিনীগন যথাক্রমে ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন সুলতানা, অতিঃ পুলিশ সুপার ফাল্গুনী নন্দি পুলিশ পরিদর্শক বিপ্লক কুমারের সহধর্মিনী অলি বনিক প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা গোয়েন্দা সংস্থা। উন্নতমানের খাবার খেয়ে শিশু কিশোরা ব্যপক খুশি হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার