উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারীদের আত্মকর্মসংস্থানের বিকল্প নেই : টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ ,
জাতির জনক বঙ্গবন্ধু দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহন করেছিলেন এবং তার সুযোগ্য কণ্যা মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত নারী উন্নয়নে বিভিন্ন সুযোগসুবিধা কথা উল্লেখ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারীদের আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই।

মাত্র ৩১ বছর বয়সে বৃহৎ জেলার বিপুল সংখ্যক ব্যবসায়ীদের গোপন ব্যালটে বিপুল ভোটে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে মেয়র ইকরামুল হক টিটু আরো বলেন, আত্মকর্মসংস্থানে নারীদেরও দৃঢ় প্রত্যয়, আন্তরিক প্রচেষ্টা নেয়ার আহবান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ১৮ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর দিগারকান্দায় বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু এসব কথা বলেন।

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক কৃষিবিদ মোঃ মাহবুবুর রশিদ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের মেট্রন মনজুয়ারা খাতুন ও হিসাব রক্ষক সৈয়দ রাকিুবুল ইসলাম, প্রশিক্ষণার্থী ফাতেমা আক্তার, মান্নান ফেরদৌসী ইতি ও রূপালী আক্তার প্রমূখ।

প্রশিক্ষনার্থীদের দাবীর প্রেক্ষিতে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের চলমান কস্পিউটার, হাউজ কিপিং এন্ড কেয়ার গিভিং, ড্রেস মেকিং এবং বিউটিফিকেশনসহ ৪টি কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারীদের কম্পিউটার সেট ও সমপরিমাণ অর্থ পুরষ্কার প্রদানসহ আরো তিনজন মেধাবী দরিদ্র কম্পিউটার প্রশিক্ষার্থীকে কম্পিউটার প্রদানের ঘোষণা দেন মেয়র টিটু।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার