ময়মনসিংহে অটো গ্যারেজে হামলা ভাংচুর অটোবাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ

ময়মনসিংহে অটো গ্যারেজে হামলা ভাংচুর অটোবাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ

March 28, 2021 341 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ঃ
ময়মনসিংহ শহরের তালতলা বাজারে মোঃ রাসেলের (৩৩) অটো গ্যারেজে হামলা চালিয়ে ভাংচুর, মারধর ও অটো ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। লেনদেন নিয়ে পূর্ব শুক্রতার জের ধরে গত ২৭ মার্চ রোববার সন্ধ্যা ৭ টায় এঘটনা ঘটে। এসময় টোলাদিয়ার গলগন্ডা চার রাস্তার মোড়ের মৃত আবদুল মান্নানের ছেলে বিবাদী মোঃ শাহিন (৪০) নেতৃত্বে অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অটো গ্যারেজ ও রস্তুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে হামলা চালিয়ে ভাংচুর করে বাদীর বাবা মোঃ দুলাল (৬৫) ও তার ভাগিনা মোঃ ইলিয়াস (২৩) মারধর করে আহত করে একটি অটো বাইকসহ ইলিয়াসকে তুলে নিয়ে যায়। প্রতিষ্ঠানের অটোসহ জিনিসপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করেছে। পরে বিবাদীগণ মোবাইল ফোনে মেরে ফেলার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তের জন্য এস আই কামাল কে দায়িত্ব দেয়া হয়েছে।

সাম্প্রতিক