ময়মনসিংহ ডিবি’র অভিযানে প্রাইভেটকারে বহনকালে গাঁজাসহ গ্রেফতার ৭

ময়মনসিংহ ডিবি’র অভিযানে প্রাইভেটকারে বহনকালে গাঁজাসহ গ্রেফতার ৭

March 30, 2021 321 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ডিবি পুলিশ  অভিযান চালিয়ে  প্রাইভেটকারে বহনকালে গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে।  ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার কোতোয়ালী থানার দিঘারকান্দা ০৩ (তিন) কেজি গাঁজা ও গাঁজা বহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী, মোঃ শহিদ আকন্দ (৪০), পিতা মৃত-সৈয়দ আলী আকন্দ, সাং-পাড়াইল আকন্দবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, রফিকুল ইসলাম (৪১), পিতা-মোঃ ছাবিদ আলী, সাং-উত্তর কাদরা, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী এ/পি সাং-বাসা নং-ক/৫৭ খা পাড়া, আজিজ খা (৭০) এর বাসার ভাড়াটিয়া, থানা-খিলক্ষেত, ডিএমপি-ঢাকা, মাসুদ (৪৫), পিতা মৃত-আলী হোসেন,, সাং-রুহুল আমিন (মুন্সির হাট) থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, এ/পি সাং-৪৫০ মানিকদি বাজার, লিখন (৪৮) পিতা মৃত-তাহের এর বাসার ভাড়াটিয়া, থানা-ক্যান্টনমেন্ট, ডিএমপি ঢাকা, শাহিন (৩০), পিতা-মোঃ আঃ বারেক, সাং-উজান বারেরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,মোঃ শাহাদাত হোসেন রাকিব (২১), পিতা-আনিছুজ্জামান মঞ্জু,  সাং-সোনাখালী ফরাজী বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ,রাকিবুল ইসলাম (২৫), পিতা-মোঃ নূরুল ইসলাম,  আলমগীর (৩০), পিতা-মোঃ আবুল কালাম,  উভয় সাং-উজান বারেরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সাম্প্রতিক