বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি’র অভিযানে চিহ্নিত ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ ডিবি ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম-বার জানান বিভাগীয় নগরীকে মাদক চুরি-ছিনতাই জুয়া ও অপরাধমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহা আহমার উজ্জামানের নির্দেশ ডিবি পুলিশ এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৩১ মার্চ বুধবার চায়না ব্রীজ মোড়ে থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ গোলসানারা বেগম (৪০), স্বামী-মোঃ শাহাজাদা, পিতা-ইউসুফ আলী,সাং-চরকালিবাড়ী পশ্চিমপাড়া থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
 
										 
																											 
																											 
																											 
									 
									 
									