You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ঃ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাতেও কোন প্রকার স্বাস্থ্যবিধি ছাড়াই আজ শুক্রবার ময়মনসিংহের চারটি কেন্দ্রে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রের সামনে ভিড় করেন। স্বাস্থ্যবিধি না মেনেই কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে অনেক পরীক্ষার্থীদের। চারটি কেন্দ্রে ১১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। দু- একটি হলের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সাবান পানির ব্যবস্থা ছিলনা। এতে পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পরীক্ষার্থী নাসিম মিয়া জানান, তাদের হলের সামনে কোন সাবান পানির ব্যবস্থা ছিলনা। একই কথা জানালেন রবিন নামে আরেক পরীক্ষার্থী। অভিভাবক মোসলেম উদ্দিন, আবুল কাশেমসহ অনেকেই বলেন, এই করোনা সময়ে পরীক্ষার্থীদের জন্য সাবান- পানির ব্যবস্থা রাখা দরকার ছিল। এদিকে করোনা মহামারী উপেক্ষা করে এভাবে পরীক্ষা নেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেককেই ফেইসবুকে ভিড়ের ছবি পোস্ট করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করতে দেখা যায়।
শুক্রবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৫৫ কেন্দ্রে পরীক্ষা হয়। দেশব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষায় বসেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মানতে করাকরি থাকলেও উল্টো চিত্র ছিল পরীক্ষা কেন্দ্রের বাইরে।