You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ, করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে আজ বেলা ১২ টায় জুবলি ঘাট ও বড়বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্য দোকান খোলা রাখার দায়ে ০৩টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগ্ণ। গতকাল সোমবার মাস্ক পরিধান না করা, অকারণ ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১১ টি মামলায় ১৭৫০ টাকা জরিমানা করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আাদালতের এ কার্যক্রম চলমান থাকবে।