গৌরীপুরে গরম বাতাসে পুড়ে গেছে  শতশত কৃষকের বোরো ফসলের মাঠ

গৌরীপুরে গরম বাতাসে পুড়ে গেছে শতশত কৃষকের বোরো ফসলের মাঠ

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে গত রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লন্ড-ভন্ড হয়ে গেছে শাক সবজিসহ  বোরো ধানের ফসলের মাঠ। গরম বাতাসে পুড়ে গেছে ৪টি ইউনিয়নের শতশত কৃষকের বোরো ফসলের মাঠ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, ইরি-বোরো মৌসুমের ধানের ক্ষেতের ক্ষতি হয়েছে ১৫ হেক্টর, শাক-সবজির ক্ষেত নষ্ট হয়েছে ২ হেক্টর। সরজমিনে দেখা যায়, এ ক্ষতির পরিমাণ অনেক বেশি। সহনাটী ইউনিয়নের কৃষক আব্দুল হাই জানান, গরম বাতাস যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে ধানের সবুজ ক্ষেত পুড়ে গেছে।
মাওহা ইউনিয়নের আল ফারুক জানান, অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ এলাকা থেকে ঝড়ো গরম বাতাসে মাওহা ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে ধানক্ষেত পুড়ে গেছে। সহনাটী ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, তিনি এলাকা ঘুরে দেখেছেন। ক্ষতিগ্রস্থ কৃষকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এদিকে ২নং গৌরীপুর ইউনিয়নে কচুক্ষেতের পাতাও গরম ঝড়ো বাতাসে পুড়ে গেছে।