ধোবাউড়ায় বজ্রপাতে গরু ছাগলসহ ঘর পুড়ে ছাইঃ আহত ২

ধোবাউড়ায় বজ্রপাতে গরু ছাগলসহ ঘর পুড়ে ছাইঃ আহত ২

bmtv new No Comments

ধোবাউড়া প্রতিনিধি, বিএমটিভি নিউজঃ ধোবাউড়ায় কমলপুর গ্রামে বজ্রপাতে গরু, ছাগল, নগদ টাকা ৪০ হাজার টাকাসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একটি গরু ৪টি ছাগল ও অন্তত ৪০টি হাঁস পুড়ে মারা গেছে। এতে ২জন আহত হয়েছে। আহত ২জনকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।


গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বজ্রপাতে চায়ের দোকানদার আঃ মন্নানের বসতঘরটি পুড়ে যায়। এছাড়াও নগদ টাকা ও চাল পুড়ে যায়। আঃ মন্নানের মা ও ছেলে ধোবাউড়া হাসপাতালে করা হয়। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে খোঁজ খবর নেন ইউপি চেয়ারম্যান ফজলুল হক।