ময়মনসিংহে ডিবির হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে দুইশত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে বৃহস্প্রতিবার ডিবির এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের জাহাঙ্গীরপুর ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শুয়েব হাসান শেখকে গ্রেফতার করে। এছাড়া এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসতহ ত্রিশালের ধলাইমান চরপাড়া ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মজিবর রহমান খোকনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।