ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার,  বিএমটিভি নিউজ  ময়মনসিংহের ভালুকায় পুর্বশত্রুতার জেরে আসাদুল ইসলাম (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

নিহত আসাদুল ইসলাম উপজেলার ধীতপুর ইউনিয়নের গওয়ারী গ্রামের শামছুদ্দিনের ছেলে। সে পোল্ট্রি খাদ্যের ব্যবসা করতেন।

সোমবার (১৯এপ্রিল) সন্ধ্যার পর পার্শ্ববর্তী আকন্দ বাড়িতে যাওয়ার পথে রাস্তায় এ ঘটনা ঘটে।

ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, পুর্বশত্রুতার জেরে ইফতারের আগ মুহুর্তে বাড়ির সামনের রাস্তার মধ্যে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র দিয়ে আসাদুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হামলাকারীদের সনাক্ত করা হয়েছে অচিরেই তাদের গ্রেপ্তার করে হবে বলেও জানান তিনি।

LATEST POSTS