ময়মনসিংহ প্রতিনিধি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সরকার নির্দেশিত লকডাউনে এ বছর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) ময়মনসিংহ পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২০ এপ্রিল (মঙ্গলবার) সনাতন ধর্মালম্বীদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। তবে, মঙ্গলবার (২০ এপ্রিল) পুন্য ভ্রহ্ম মুহুর্তে ভোর ৪ টা বেজে ৫০ মিনিট থেকে করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য নিজ গৃহে থেকে প্রার্থনা করার অনুরোধও করা হয় ওই বিজ্ঞপ্তিতে।