ময়মনসিংহ সিটির ১৬টি এলাকা করোনায় ঝুঁকিপূর্ণ ঃ সর্তকবার্তা জারী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ    ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১৬টি এলাকা করোনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহৃিত করে সর্তকবার্তা জারী করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক  মজুমদার জানান, সিটি কিছু  এলাকায় অধিক করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ  এলাকা  হিসেবে ঘোষণা করা হয়েছে। এইসব এলাকায় গত ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত  ১৩ দিনে ৩১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এসব ঝুকিপুর্ণ   এলাকা গুলো হচ্ছে নতুন বাজার,বাউন্ডারী রোড, চরপাড়া-নয়াপাড়া, মাসকান্দা, শিকারীকান্দা, দিগারকান্দা, ভাটিকাশর, কৃষ্টপুর, আলীয়ামাদ্রাসা, বলাশপুর, কেওয়াটখালী, কালিবাড়ী রোড, কাচিঝুলি,  আকুয়া-চুকাইতলা-মাদ্রাসা কোয়াটার, নওমহল,  সারদা ঘোষ রোড, আর কে মিশন রোড। তাই ওই এলাকায় যাতায়ত ও ভ্রমণে সর্তক থাকা এবং ঘরে থেকে সুস্থ্য থাকার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আহ্বান জানিয়েছেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার