ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ৭দিনে  করোনা ইউনিটে ২৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ৭দিনে করোনা ইউনিটে ২৮ জনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত সাত দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৮ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও মারা গেছে ২০ জন।   মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে গত সাত দিনে ২৮ জনের মৃত্যুর বিষয়টি করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘প্রতিদিনই হাসপাতলে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে। তাদেরকে আলাদা করে করোনা ইউনিটে রাখা হচ্ছে। করোনা ইউনিটে গত সাত দিনে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন আট জন এবং করোনা সাসপেক্টেড মারা গেছেন আরও ২০ জন। মৃতরা অধিকাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা। কয়েকজন পার্শ্ববর্তী জেলারও রয়েছে।’

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত ৫৪২৬ জন, সুস্থ্য ৪৮২৭ জন, হোম আইসোলেশনে আছেন ৪৬৪ জন। এ ছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।