ময়মনসিংহের ধোবাউড়ায় পাচারকালে কৃষি প্রণোদনার সার বীজ আটক, তদন্ত কমিটি গঠন

image

You must need to login..!

Description

ধোবাউড়া সংবাদদাতা, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষকদের জন্য প্রণোদনার সার ও বীজ পাচার করার সময় আটক করেছে স্থানীয় জনতা। পরে কৃষি অফিসের কর্মকর্তারা ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বীজ ও সারগুলো উদ্ধার করেছে।
প্রান্তিক কৃষকদের আউশ প্রণোদনা হিসেবে মঙ্গলবার ধোবাউড়া সদর ইউনিয়নের ১০৫ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। ৫ কেজি করে বীজ ধান ও দুই প্রকারের ৩০ কেজি সার বিতরণ করা হয় প্রত্যেক কৃষকের মাঝে। কিন্তু বিকালে চারটি রিকশাভর্তি সার ও বীজ সরকারি গোডাউন থেকে উপজেলা সদর বাজারে যাওয়ার পথে আটক করে স্থানীয় জনতা। আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা কৃষি অফিসার ও পুলিশ। চারটি রিকশা ভর্তি সার ও বীজ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জব্দকৃত সার ও বীজ ফের কৃষি বিভাগের গোডাউনে নেওয়া হয়। এর মধ্যে ছিল ৩৬ প্যাকেট (প্রতি প্যাকেটে ১০ কেজি) বীজ ধান ও ২৮ বস্তা সার। উদ্ধার হওয়া ধান বীজ অন্তত ৭২ জন কৃষকের মধ্যে বিতরণ করার কথা ছিলো। ২৮ বস্তা সার পেতেন ৩৬ জন কৃষক। কিন্তু প্রকৃত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ না করে অসাধু চক্রের মাধ্যমে সেগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। রিকশার চালকরা জানান,সার ও বীজ ৭ জন মেম্বার ধোবাউড়ার গরু হাটায় নিয়ে যেতে বলেন তাদের। গোডাউন থেকে মালামাল গুলো তারা নিয়ে গরু হাটার দিকেই যাচ্ছিলেন। পথে তাদের আটক করে সাধারণ মানুষ। এ ব্যাপারে ধোবাউড়া সদরের ৫ নং ওয়ার্ডের মেম্বার কল্যাণ কর জানান,তিনি বিতরণের সময় ছিলেন না এবং এ বিষয়ে কিছু জানেন না। কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার বলেন, অগ্রাধিকার তালিকা করেছেন ইউনিয়ন পরিষদ, তালিকায় প্রকৃত কৃষকের নাম আসলে এমনটি হওয়ার কথা ছিলনা। ইউপি চেয়ারম্যান এরশাদুল হক জানাান,তিনি অগ্রাধিকার তালিকায় স্বাক্ষরই করেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানিয়েছেন ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে কৃষকের প্রণোদনা পাচারের ঘটনায় বুধবারের বিতরণ কার্যক্রম স্থগিত করেছে কৃষি অফিস।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার