স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেলতলী এলাকা থেকে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ ১৮ জন চোরাকারবারিকে গ্রেফতার করছে র্যাব-১৪।
মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আজ ২১ এপ্রিল বিকেল সোয়া ৪টায় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের বিশেষ একটি দল মেজর আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেলতলী বড় মসজিদ এলাকায় পরিবহন করার সময় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা বিপুল পরিমান থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ী, সাবান, মেহেদী, চকলেট, বেটনোভেট ক্রীম, স্কিনসাইন ক্রীম, জিরা ও পণ্য বহনকারী ০৬টি ট্রাক/কার্ভাডভ্যানসহ ১৮ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় চোরাকারবারি সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), মোঃ আকরাম (২০), মোঃ মিরাজ (৩০), মোঃ মমিন (৩২), মোঃ ইমরান (২৫), মোঃ রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২), ১৮। মোঃ সাব্বির (২০)কে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।##