ময়মনসিংহে ৩৫৮ যৌনকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

ময়মনসিংহে ৩৫৮ যৌনকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ   করোনা ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া  ময়মনসিংহের ৩৫৮ যৌনকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী  বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আজ রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায়  যৌনপল্লীতে বসবাসরত ৩৫৮ জন যৌনকর্মীর মাঝে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন আমরা পর্যায়ক্রমে সমাজের দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করবো।

এছাড়া  এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, উপ-পরিচালক সমাজসেবা  ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ প্যাকেট সেমাই রয়েছে। দুঃসময়ে   প্রধানমন্ত্রীর ত্রাণ পেয়ে মহাখুশী যৌনকর্মীরা।