April 25, 2021
250
No Comments

You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্ক : ময়মনসিংহে টেলিভিশন চ্যানেলে কর্মরত ক্যামেরাপার্সনদের নিয়ে ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরাজার্নালিষ্ট এ্যাসোসিয়েশন (এমটিসিএ) গঠন করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) ৭১টিভির ক্যামেরাপার্সন নুরুজ্জামানকে সভাপতি এবং যমুনা টিভির ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ক্যাশিয়ারপদে – নাজমুস সাকিব (ক্যামেরাপার্সন-চ্যানেল২৪), প্রচার সম্পাদক পদে- হোসেন অালী (সিনিয়র চিত্রসাংবাদিক, সময়টিভি), সদস্য পদে মাসুদ রানা (ক্যামেরাপার্সন, এনটিভি) সায়েম আকন্দ(চিত্রসাংবাদিক, সময়টিভি), শৈবাল দাস (ক্যামেরাপার্সন,নিউজ২৪), নাজিমুদ্দিন সাঈদ (ক্যামেরাপার্সন, চ্যানেল আই)।