মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগের নির্দেশ দিলেন -রেঞ্জ ডিআইজি

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ আজ  ২৬ এপ্রিল  সোমবার, সকাল সাড়ে ১১টায়  ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারী-মার্চ/২১ মাসের ত্রৈমাসিক এবং মার্চ/২১ মাসের মাসিক অপরাধ সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম । অত্র অপরাধ সভায় খুন, নারী নির্যাতনসহ অন্যান্য মামলা সমূহে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করাসহ তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মী, কমিউনিটি পুলিশিং সদস্যদের মাধ্যমে খুন ও নারী নির্যাতন প্রতিরোধের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহকে মাদক মুক্ত জেলা গঠনের লক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগে রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারদের কঠোর নির্দেশ দেন।
উক্ত সভায় ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ সহ  সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার, রেঞ্জ অফিস, ময়মনসিংহ, মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, কাজী শাহ্নেওয়াজ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলঃ), রেঞ্জ অফিস, ময়মনসিংহ এবং রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও  মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ,  মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, শেরপুর জেলা, মোঃ আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোণা জেলা, নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর জেলা, পুলিশ সুপার,পিবিআই, ময়মনসিংহ এবং বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ মহোদয়গণ জুম মিটিং এর মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার