ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড় নিবাসী মরহুম মফিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারন সম্পাদক, ঐতিহ্যবাহী সিরাজ মেমোরিয়াল ক্লাবের সাবেক সাধারন সম্পাদক, পরিবেশ সংগঠন প্রে–রণা’র প্রাক্তন সভাপতি, সাবেক কৃতি হকি খেলোয়াড়, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি (৬৮) ২৬ এপ্রিল সোমবার দুপুর দেড়টায় ঢাকাস্থ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, উদয়, হৃদয় নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২ পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নোমে আসে। ঐদিন তারাবির নামাজ শেষে ময়মনসিংহ জিলা স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার আগে বিউগলের করুণ সুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গুলকীবাড়ী গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ শরীক হন। ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা যোদ্ধা মরহুম শফিকুল ইসলাম ছিলেন সৎ, স্পষ্টভাসি ও বিনয়ী মানুষ। তাঁর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ কে এম খালেদসহ বিভিন্ন সংগঠন ও শুভাকাংখীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।