You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্ক ঃচলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ময়মনসিংহ জেলার ২৫০ জন দুস্থ, অসহায়, কর্মহীন জনগোষ্ঠী ও পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী বিতরন করেছেন জেলা প্রশাসন । স্বাস্থ্য বিধি মেনে আজ বুধবার ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ সকল উপহারসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার ময়মনসিংহ ,অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, মোঃ এহতেশামুল আলম, সভাপতি মহানগর আওয়ামী লীগ, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি অসহায়-কর্মহীনরা। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদানের কথা বলেন জেলা প্রশাসক, ময়মনসিংহ। এছাড়া পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরন করা হবে বলে জানান তিনি ।