স্ত্রী তাছলিমা হত্যার রহস্য উদঘাটন ঃ স্বামী  সোহেল আটক

স্ত্রী তাছলিমা হত্যার রহস্য উদঘাটন ঃ স্বামী সোহেল আটক

April 28, 2021 373 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্ক ঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের আবদুস সালাম এর কন্যা ভিকটিম মোছাঃ তাছলিমা খাতুন (২৮) হত্যার রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল ২৭ এপ্রিল সন্ধ্যায় ডিবি পুলিশ একই গ্রামের অলিম উদ্দিন ছেলে ভিকটিমের স্বামী সোহেল মিয়া (৩২)কে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেফতার করে। আসামীকে আজ বুধবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহাবুবা আক্তার ০৪ নং আমলী বিচারীক আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পারিবারিক দাম্পত্য জীবনের বিরোধের জের ধরে স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, উল্লেথ্য গত ৩ ডিসেম্বর ’২০২০ রাত সাড়ে ১১ টায় ঈশ্বরগঞ্জ চর পুবাইল সাকিনে ভিকটিম মোছাঃ তাছলিমা খাতুন (২৮) এর মৃত লাশ পুলিশ উদ্ধার করে। উক্ত ভিকটিম স্ট্রোক করে মারা গিয়েছে মর্মে এলাকায় প্রোপাগান্ডা ছড়ানো হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মোস্তাকিম বাদী হয়ে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৪/১২/২০২০ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩) এর ১১(ক)/৩০ একটি মামলা রুজু হয় । ঘটনার রহস্য উদঘাটনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত হয়। পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবির তত্ববধানে এসআই(নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম তদন্ত করেন। দীর্ঘ তদন্তকালে অবশেষে হত্যার রহস্য উদঘাটিত হয়।

সাম্প্রতিক