You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার বিএমটিভি নিউজ আজ সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন, এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর চরপাড়া ও নতুন বাজার এলাকায় মিষ্টি ও বেকারির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ৩ টি মামলায় দেয়া হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সুত্র জানান মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ । অভিযান চালিয়ে লাজিজ সুইটসকে স্ট্যাম্পবিহীন বানিজ্যিক পরিমাপ যন্ত্র ব্যবহার করার অপরাধে ৩ হাজার- টাকা, গোপাল মিষ্টান্ন ভান্ডার ও পপস বেকারিতে দই, রসমালাই সহ আরও কিছু পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার জন্য যথাক্রমে ২ হাজার- ও ৩ হাজার/- টাকা জরিমানা ও মিস্টি কাননকে সতর্ক করে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান এ অভিযান অব্যাহত থাকবে।