ময়মনসিংহের চুরখাই থেকে পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত ৪জন গ্রেফতার

ময়মনসিংহের চুরখাই থেকে পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত ৪জন গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ কোতোয়ালী থানার চুরখাই বাজার থেকে পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ৪মে সোয়া ৬টায় মেজর আখের মুহাম্মদ জয় ও এএসপি বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেটে “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে “বাদশা কম্পিউটার” নামক দোকানে অভিযান চালায়। এসময় পর্ণোগ্রফি ব্যবসায় জড়িত আসামী মোঃ সুজন (২৩), পিতা-ইউসুফ আলী, আনোয়ার হোসেন (২৬), পিতা-গফুর মিয়া, মোঃ হৃদয় (২১), পিতা- মৃত সাহেব আলী, বাদশা মিয়া (২৪), পিতা- জামাল উদ্দিন আটক করে। সকলেই, কোতোয়ালী থানার চুরখাই গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে পর্ণোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি ডেস্কটপ কম্পিউটার, ০৫টি স্পিকার, ০৬টি কার্ড রিডার ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেটে “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে “বাদশা কম্পিউটার” নামক দোকানের ভিতর বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্ণোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গণ-উপদ্রপ সৃষ্টি করে আসছিল। এই সমস্ত গণ-উপদ্রব সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।