You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জৈবিক ভাবে এডিস মশা নির্মূল এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আওতায় নগরীর মাকড়জানি খালে বিভিন্ন ব্যাঙ অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের মাকড়জানি খালে মশার লার্ভা খাদক ব্যাঙ অবমুক্ত করেন কাউন্সিলর মোঃ তাজুল আলম তাজুল।
নগরবাসীকে বাসা-বাড়ীর আশেপাশে ঝোপঝাড় ময়লা আবর্জনা মুক্ত রাখার পরামর্শ দেন। তিনি বলেন, বাসাবাড়ী ও বাগানে ফুলের টপ, টায়ার, ডাবের খোসা ও প্লাস্টিকে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি করে এসব জায়গায় পানি জমতে দেয়া যাবে না। জৈবিকভাবে মশা নিয়ন্ত্রণ একটি প্রাকৃতিক, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব পদ্ধতি সিটি কর্পোরেশনের নাগরিকগণ অচিরেই এই পদ্ধতির সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রুকসানা শিরিন, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার।