ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপাের্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৪ গ্রাম হেরোইন সহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় থেকে গতকাল ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রকি (১৯) সাং ইটাখোলা রোড, মংলা মাস্টারের বাসার সাথে, আবু বক্কর সিদ্দিক ওরফে সকাল (১৯) সাং সেহরা মুন্সিপাড়া (নিরমলা বাশ) উভয় থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এবং এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানার বাগান বেংগুলাপাড়া থেকে গত রাতে ৩৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী এনামুল হক (৩১),সাং-নওধার ভাংতি ৬নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, থানা-ত্রিশাল, মোঃ আলআমিন (৩০), সাং-ভরাডোবা মাঠেরচড়া, থানা-ভালুকা, রুহুল আমিন (২৫), সাং-বাগান বিশা শেখবাড়ী, থানা-ত্রিশাল, মোঃ রুবেল মিয়া (২৮), সাং-বাগান বেংগুলা পাড়া, থানা-ত্রিশাল, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

LATEST POSTS