ময়মনসিংহে ৯ জুয়ারি ও নিয়মিত মামলার ১ আসামীসহ গ্রেফতার ১০

ময়মনসিংহে ৯ জুয়ারি ও নিয়মিত মামলার ১ আসামীসহ গ্রেফতার ১০

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ০৯ জুয়ারি ও নিয়মিত মামলার ০১ আসামীসহ ১০ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।   ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ত্রিশাল থানাধীন পূর্ব পাঁচপাড়া এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় গত রাতে ওয়াটেন বোর্ডসহ জুয়ারি দুলাল মন্ডল (দুলু) (৬০), , সাং-নওধার র্পূবপাড়া ৬নং ওর্য়াড ত্রিশাল পৌরসভা,নজরুল ইসলাম মন্ডল (৫৪), , সাং-বির রামপুর উজানপাড়া, আঃ খালেক (৫০),, সাং-মাগুরজোড়া, সব থানা-ত্রিশাল, নাজমুল (৩৩),সাং-পাড়াগাঁও বড়চালা, আলম মিয়া (৪৬), সাং-বান্ডাবর ১নং ওর্য়াড ভালুকা পৌরসভা, উভয়থানা-ভালুকা, শেকবর আলী (৪০), সাং-দিঘারকান্দা, থানা-হালুয়াঘাট, -ময়মনসিংহ, আজিজ মন্ডল (৫২), সাং- পিরোজপুর, থানা-মধুপুর,-টাংগাইল, আঃ মান্নান (৩৭), সাং-ডনডোনিয়া, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর, রুবেল মিয়া (৫০), সাং-পাইকপাড়া ৪নং ওর্য়াড ব্রাহ্মনবাড়ীয়া পৌরসভা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়ীয়া এবং এসআই মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড় থেকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯৮,তারিখ-২২/০৩/২০২১ ইং ধারা- ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড এর এজাহারভুক্ত আসামী সিদ্দিকুর রহমান শাহীন (২৮), -রাঘবপুর পূর্বপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।