বিএমটিভি নিউজ ডেস্ক ঃ নেত্রকোনা জেলার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক সাবেক ইউপি সদস্যকে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া আসমা ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন। তিনি কৈলাটি গ্রামের সামছুদ্দিনের ছেলে।
রুবেল মিয়া বৃহস্পতিবার ইফতারের পর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তারই চাচাতো ভাইয়েরা তার পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহজাহানদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই চাচাতো ভাইয়েরা তাকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
তিনি আরও জানান, তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযানে নেমেছে । ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় বারহাট্টা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।