চিরকুট লিখে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ : ‘আমার মৃত্যুর জন্য রনি দায়ী। সে আমাকে স্ত্রীর মতো ব্যবহার করছে’’ চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেছে মিনারা আক্তার (১৫)। সে স্থানীয় লাউটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের মকবুল হোসেনের স্কুল পড়ুয়া কন্যা মিনারা আক্তার (১৫) এর সাথে পার্শ্ববর্তী গালাগাও ইউনিয়নের বালিজানা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র রাকিব হাসান রনি (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১৫মে শনিবার রাত সাড়ে ৮ ঘটিকায় প্রেমিক রনি গোপনে প্রেমিকা মিনারার সাথে দেখা করতে এসে বাড়ির লোকজনের হাতে ধরা পড়ে। খবর পেয়ে গালাগাও ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য বালিজানা গ্রামের মজিবর রহমানের নেতৃত্বে প্রেমিক রনির লোকজন মিনারার বাড়িতে আসে এবং বিভিন্ন অপবাদ ও গালাগালি করে রনিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে গভীর রাত পর্যন্ত অমিমাংষিত গ্রাম্য শালিশ চালায়।
এক পর্যায়ে মিনারা আক্তার প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান করে। পরবর্তীতে উক্ত মজিবর মেম্বার কর্তৃক সঙ্গীসহ মিনারাকে তার বাড়ীতে ফিরিয়ে দেয়।

পরদিন রবিবার ভোর রাতে মিনারা আক্তার প্রেমিক রনির বাড়ীতে আবারো যায় এবং সেখানেই বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।

তারপর ইউপি সদস্য মজিবর এর হুকুমে তার লোকজন মিনারাকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের পাশে বালিজানা নয়াপড়া ব্রীজের নিচে রেখে যায়। স্থানীয় লোকজন মিনারাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে চিকিৎসক মিনারাকে মৃত ঘোষণা করে।

ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা পুলিশ সুরতহাল রির্পোট তৈরির সময় মিনারার পরনের পায়জামায় লুকানো একটি চিরকুট উদ্ধার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ ব্যপারে তারাকান্দা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার