সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃপ্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্থাকারীদের আইনের আওতায় আনার দাবীতে আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে নারী সাংবাদিক সংঘ নাসাসসহ এ্যাক্টিভিষ্ট আবুল কালাম আজাদ মানববন্ধন ও  অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন এ্যাক্টিভিষ্ট আবুল কালাম আজাদ, নারী সাংবাদিক সংঘ এর আহবায়ক সাংবাদিক বাবলী আকন্দ, সাংস্কৃতিক কর্মী জহিরুল ধ্রুব, পিসি লিটন। উপস্থিত ছিলেন সাংবাদিক তাসলিমা রত্না, সাংবাদিক রাসেল হোসেন, সাংবাদিক ওবায়দুল হক,সাংবাদিক জাহাঙ্গীর আকন্দসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তাগণ বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ রেখে নির্যাতন করে তার নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে,সেই মামলা থেকে অব্যাহতি দিতে হবে। যারা সাংবাদিকতাকে রুদ্ধ করতে চায়,কলম থামিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

নারী সাংবাদিক সংঘ নাসাসের আহবায়ক বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা সত্যিই উদ্বেগজনক। দুর্নীতি করে করে এ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাগণ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। আর যখন তা প্রকাশ্যে এনেছে সাংবাদিক রোজিনা তখনই তার কন্ঠরুদ্ধ করতে চাইছে তারা। সেই দুশো বছরের আইনকে ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি এবং তার উপর হামলাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসাকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার