ময়মনসিংহে সাংবাদিক রোজিনার  নিঃশর্ত মুক্তির দাবিতে বিএমএসএফ এর সমাবেশ

ময়মনসিংহে সাংবাদিক রোজিনার  নিঃশর্ত মুক্তির দাবিতে বিএমএসএফ এর সমাবেশ

May 20, 2021 114 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃসাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি এ সমাবেশ ময়মনসিংহে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশ নেয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক বদরুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকল সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচিও সফল ভাবে অনুষ্ঠিত হয়, উপস্থিত সাংবাদিকদের স্বাক্ষর করতে দেখা যায়।

সাম্প্রতিক