বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ছেলেদের বিরুদ্ধে।
নিহতের নাম খায়রুল ইসলাম। তিনি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহতের ছেলে আকরামকে আটক করেছে পুলিশ। খায়রুল শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহত খায়রুলের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালি গ্রামের খায়রুল অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। গত বৃহস্পতিবার তার ছেলে মিনহাজ ও আকরাম বিষয়টি টের পেলে শুরু হয় বাবা-ছেলের মাঝে কথা কাটাকাটি। এসময় খায়রুল ছেলেকে মারধর শুরু করলে এক পর্যায়ে ছেলেরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।