সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে গফরগাঁও প্রেসক্লাবের মানববন্ধন

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনের বিচারের জন্য ও নিঃশর্ত মুক্তির দাবীতে গফরগাঁও প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচী পালন করে । আজ শনিবার বেলা ১২ টায় গফরগাঁও প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কেন্টিন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃব্য রাখেন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগও আনা হয়েছে একজন সাংবাদিকের উপর। ৩ ধারা অনুযায়ী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আর ৫ ধারা অনুযায়ী সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অথবা ১৪ বছরের কারাদণ্ড। তবে সর্বনিম্ন সাজা ৩ বছরও হতে পারে। উপনেশিক আমলে প্রণীত এই আইনের স্বাধীন দেশে রাখার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্নবিদ্ধ। এই আইনটি আবার তথ্য প্রকাশ আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত মত প্রকাশ করেন সাংবাদিকেরা।এই আইন উপনিবেশিক শাসকরা তাদের স্বার্থের জন্য যে আইন তৈরি করে ছিলো তার প্রতি আনুগত্যতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মত প্রকাশ করেন। সাংবাদিকরা আরো বলেন, সাংবাদিক রোজিনার অবিলম্বে মুক্তির দাবী করছি।তা না হলে হয়তো সাংবাদিকরা বড় আন্দোলনের দিকে এগিয়ে যাবে।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার