জাতীয় কবির জন্মবার্ষকীতে বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে নেই কোনো আয়োজন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  করোনা সংক্রমণের কারণে এবারো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন নেই।

দরিরামপুর নজরুল একাডেমি, নজরুল মঞ্চ, নজরুল সংগ্রহশালা, পাঠাগার, স্মৃতিকেন্দ্র এবং কবি যে বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন, সেই বটগাছসহ স্মৃতিবিজড়িত স্থানসমূহের কোথাও দর্শনার্থীদের ভিড়ও নেই।

নজরুলের স্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল একাডেমীতে জমতো তিন দিনব্যাপী নজরুল মেলা নতুন রুপে সাজতো নজরুল মঞ্চ।

করোনা ভাইরসের কারণে জাতীয়ভাবে নজরুল মঞ্চে নেই কোন অনুষ্ঠানের আয়োজন। ফাঁকা পড়ে আছে নজরুলের স্মৃতি বিজড়িত নজরুল একাডেমী মাঠ ও নজরুল মঞ্চ।নেই কোন কেকালাহল নেই নজরুলের জন্ম বার্ষিকীর আমেজ। আমেজ হীন চলছে নজরুল প্রেমীদের নজরুল জন্ম বার্ষিকী।

তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর স্মৃতি বিজড়িত বটতলা নামাপাড়ায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যূয়াল তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও ত্রিশালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঘরোয়া আয়োজনে পালিত হবে বিভিন্ন কর্মসূচী।প্রতি বছর ২৫মার্চ থেকে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসকের আয়োজনে কবি নজরুলের স্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল একাডেমীতে জমত তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,ও নজরুল মেলা ।

তবে গত দুই বছর যাবত করোনাভাইরাস পরিস্থিতির কারণে কবির জন্ম বার্ষিকী উপলক্ষে নেই কোন আমেজ নেই মেলা বা অন্যকোন অনুষ্ঠানের আয়োজন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যূয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য্য উদ্ধোধন করবেন উপাচার্য্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। পরে ভার্চ্যূয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার ২য় ও ৩য় দিনেও ভার্চ্যূয়াল আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও স্থানীয় ভাবে ত্রিশালের সাংস্কৃতিক সংগঠন কলধ্বনী সংঘের আয়োজনে অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংঘের সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল।

স্থানীয় শুকতারা সংঘের আয়োজনে কেক কাটা, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করেছে বলে জানান সংঘের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন শিহাব।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে এ বছর সরকারী ভাবে কোন অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়নি। অনেকেই ঘরোয়া ভাবে নজরুলের জন্ম বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার