গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো দফতরি রাকিব আটক

গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো দফতরি রাকিব আটক

May 28, 2021 214 Views

বিএমটিভি নিউজ:শ্রেণিকক্ষ খুলে পরিষ্কার করতে বলায় ময়মসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো দফতরি রাকিবকে আটক করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনার রাতেই দফতরি কাম প্রহরীকে আটক করেছে পুলিশ। সে অস্থায়ী ভিত্তিকে কাজ করতো। তাকে কর্মস্থল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি দিবালোকে ঘটানো হয়েছে, তাই এ বিষয়ে তদন্ত করার প্রয়োজন নেই। অপরাধী বর্তমানে পুলিশের কাছে বন্দি রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম স্কুলে ডাকেন দফতরি রাকিবকে। রাকিবকে ডেকে তিনি শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেন।

কিন্তু রাকিব সরাসরি ক্লাসরুম পরিষ্কার করতে অপারগতার কথা জানান। বন্ধে কোনোরকম কাজ করতে পারবে না বলে সাফ উত্তর দেন তিনি। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষক নিলুফার মাথায় ঘুষি মেরে বসেন রাকিব। এ সময় রাকিবের ভাই এসেও প্রধান শিক্ষককে গালাগালি করেন।

এ বিষয়ে বাংলাদেশ প্রাইমারি অনলাইন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা কখনো কাম্য নয়। আমরা ওই দফতরী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মহাপরিচালক নিজেই বিষয়টি যেহেতু তদারকি করছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশাবাদী।

সাম্প্রতিক