স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ স্থায়ী শান্তির পথঃ শান্তি ও নিরাপত্তার জন্য তারুণ্যের শক্তি ব্যবহার”এই শ্লোগানকে সামনে রেখে“ আজ শনিবার বেলা ১১ টায় এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ রেঞ্জ, পুলিশের আয়োজনে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে একটি বর্ণাঢ্য পিসকিপার্স র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃহারুন অর রশিদ, বিপিএম।
অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার, মোঃ কামরুল হাসান, এনডিসি, ময়মনসিংহ এবং ময়মনসিংহ ৭৭ পদাতিক ব্রিগেড ও স্টেশন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বিএসপি, এএফডব্লিউসি, পিএসপি,। এছাড়াও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃআক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
সভাপতি তার বক্তব্যে বলেন, জাতিসংঘ বাংলাদেশ পুলিশের কাজে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পুলিশ শান্তি রক্ষা কার্যক্রমে সফল ও সুনামের সহিত কাজ করছে তার কারন হল তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সকল ধর্ম-বর্ণ ও নারী-পুরুষের প্রতি । প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয়। তারই ধারাবাহিক সশস্ত্র বাহিনী ও পুলিশ বিশ্ব শান্তিরক্ষায় আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ শুরু করে। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী জীবন উৎসর্গ করে এদেশের মুখ শুধু উজ্জলই করেনি, সফল করেছে সকল শান্তিপ্রিয় রাষ্ট্রের সম্বিলিত প্রচেষ্টাকে। সংবেদনশীল ও শ্রদ্ধাশীল থেকে কাজ করা। যা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে।
আলোচনা সভায় অন্যান্য বক্তাগন বাংলাদেশ পুলিশের বিভিন্ন সময়ে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছে যা অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে নিজেদের নাম অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর তাগিদ দেন।
উক্ত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক,ময়মনসিংহের, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, সৈয়দ হারুন অর রশীদ,পুলিশ সুপার রেঞ্জ অফিস, ময়মনসিংহ, মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, মোঃআকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোণা জেলা,নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর জেলাসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের বিভিন্ন্ ইউনিটে কর্মরত পিসকিপার্স সদস্যগন উপস্থিত ছিলেন।