গফরগাঁওয়ে স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনা তদন্ত ও দপ্তরিকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

গফরগাঁওয়ে স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনা তদন্ত ও দপ্তরিকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল শিক্ষিকা নিলুফা খানমকে মারধরের ঘটনা ‘সঠিক তদন্ত’ করে দপ্তরি রাকিব খানকে চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে রাকিবের পরিবার দাবি করেন, মারধরের ঘটনাটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষিকা নিলুফা খানম ‘পরিকল্পিতভাবে’ এ ঘটনা সাজিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকিবের ভাই নাদিম খান বলেন, বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা খানম সম্পর্কে তাদের আপন চাচাত বোন। তার বাবা আলাল উদ্দিন মারা যাওয়ার পর থেকে তাদের সম্পত্তিতে নজর পড়ে নিলুফার।

পরিবারের সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া- বিবাদ হত। বিষয়টি সম্পর্কে স্থানীয়রাও অবগত রয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্কুল বন্ধ করে রাকিব এবং নিলুফা বাড়িতে ফেরেন। এর দুঘণ্টা পর সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে রাকিব এবং নিলুফার মধ্যে আবার বাগবিতণ্ডা হয়।

“এর জেরে নিলুফা ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে’ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, স্কুল পরিষ্কারের করার কথা বলায় ‘রেগে’ রাকিব তাকে মারধর করেছে। পরে নিলুফার পরিকল্পনায় রাকিবের বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেপ্তার করা হয়।”

LATEST POSTS