ময়মনসিংহে নিখোঁজের সাতদিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজের সাতদিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

May 30, 2021 401 Views

বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে নিখোঁজের সাতদিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  রোববার দুপুর ২টার দিকে সিটি কর্পোরেশনের বারেরা নিজামনগরের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।  কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, নিহত রুক্কু মিয়া (৪০) নেত্রকোনা সদর উপজেলার পূর্বধলা রাজিবপুর গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে।

ফারুক হোসেন জানান, সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে তাকে মারা হতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক