You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ,অপরাধ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। ময়মনসিংহকে অপরাধমুক্ত রাখতে দায়িত্বশীল ও মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান নতুন করে উদ্যোগ নিয়েছেন।
অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল, নিরাপদে গন্তব্যে পৌছতে এবং রাতযাপনে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের বাইসাইকেলে টহল ডিউটির এ উদ্যোগে স্বাগত জানিয়ে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে ময়মনসিংহে শুরু করা হলেও এটি নতুন নয়। বৃটিশ সময়ে পুলিশ বাইসাইকেলে চড়ে এলাকার অপরাধ প্রবনতারোধে সমগ্র এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর রয়েছে নগরীর আনাচে কানাচে এক শ্রেনীর চোর, ছিনতাইকারী, বখাটেসহ কিশোর অপরাধীরা নগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, রাস্তারোধ করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে পথচারীদের সব লুটে নিচ্ছে। আবার একাধিকস্থানে ইজিবাইকের চালককে হত্যা করে বাইক ছিনিয়ে নিচ্ছে। বিট পুলিশিং কার্যক্রমের আওতায় রেঞ্জ ডিআইজির সহযোগীতায় বাইসাইকেলে টহল ডিউটির পরিকল্পনা নেয়া হয়েছে। বাইসাইকেলে পুলিশি টহল চলমান থাকলে নগরবাসির চাওয়া পুরন হবে।
এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হাফিজুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান সহ অন্যান্য পুলিশ কমকর্তাগণ উপস্থিত ছিলেন।