বিদ্যুৎ স্পৃষ্টে কোরআন তেলাওয়াতরত অবস্থায় এক শিশুসহ ২জনের মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে কোরআন তেলাওয়াতরত অবস্থায় এক শিশুসহ ২জনের মৃত্যু

bmtv new No Comments

বিএমটিভি নিউজঃ   জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় মসজিদের ভেতরে মাইকের মাউথপিস হাতে কোরআন তেলাওয়াতরত অবস্থায় মো.আলিফ (১২) নামে এক শিশু এবং তার চাচা রিপন মিয়া (৩০) মৃত্যু হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত শিশু আলিফ গোয়ালেরচর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের শাহজল আকন্দের ছেলে এবং মৃত রিপন মিয়া একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।