You must need to login..!
Description
বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গৌরীপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এজেন্ট ব্যাংকিং একাউন্টটের আউটলেটে লুটপাট ভাংচুরের পর সেন্টারটিতে তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম শহীদুল ইসলাম অন্তর। তিনি গৌরীপুর অচিন্তপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক।
অচিন্তপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্দোক্তা হাশিম উদ্দিন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে থেকে জানা যায়, ২০১০ সাল থেকে তিনি ডিজিটাল সেন্টারটি পরিচালনা করে আসছিলেন । তিন জুন সকালে তার এক আত্মীয় তাকে ফোন করে জানান, যে অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম আন্তর, জুয়েল মিয়া ও হাবিবুর রহমান মিলে ডিজিটাল সেন্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে।পরে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি প্রিন্টার্স, একটি ফটোস্টঅ্যাট মেশিন, একটি রাউটার এবং এজেন্ট ব্যাঙকিং লেনদেনের নগত আশি হাজার টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যায়। তিনি খবর পেয়ে সেন্টারে গিয়ে দেখেন নতুন তালা ঝুলানো হয়েছে। ঘটনার জন্য স্থানীয় লোকজন উপরোক্ত ব্যক্তিদের জড়িত থাকার কথা জানা তাকে। পরে তিন জুন ঘটনাটি জানিয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি মালামাল উদ্ধার ও উদ্দোক্তাকে পুর্নবহালের দাবি জানিয়েছেন।
উদ্যেক্তা বলেন, মধুমতি ডিজিটাল ব্যাংকিংয়ের ওই সেন্টারের মাধ্যমে মাতৃত্ব ভাতার টাকা বিতরন করা হয়। সেই টাকাটাও লুট করা হয়েছে। এ ছাড়া লুটকৃত মালামাল সবই সরকারী।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারিফ আজ বিকেলে বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।